Wellcome to National Portal
জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৪

তৃণমূল পর্যায়ে অথনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

জাতীয় মহিলা সংস্থা

“তৃণমূল পর্যায়ে অথনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”

১৪৫, নিউ বেইলী রোড, ঢাকা ।

www.pweeegl.gov.bd

 

 

৮ই মার্চ আন্তজাতিক নারী দিবস উপলক্ষে প্রকল্পের  নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদ পত্র বিতরণ করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম ফজিল্লাতুন নেসা ইন্দিরা,  মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব জনাব  কামরুন নাহার এবং জাতীয় মহিলা সংস্থার সম্মানীত চেয়ারমন।

 

বাংলাদেশের সুবিধাবঞ্চিত মহিলাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করণ এবং রূপকল্প-২০২১ তথা ২০২১ সালের মধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে রূপান্তর ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার জন্য নারীর ক্ষমতায়ন প্রয়োজন।

 

নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,আত্ম-নির্ভরশীলতা অর্জনে উদ্ধব্ধু ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) জুন ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে। দেশের সুবধিাবঞ্চতি নারীদরে আর্থ ও সামাজিক ক্ষমতায়নের জন্য জুলাই ২০১৫ হতে জুন ২০২০ মেয়াদে ৯২৪৯.৪৩ (১ম সংশোধনী) লক্ষ টাকা প্রাক্কলতি ব্যয়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়)র্শীষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

 

এই প্রকল্পের আওতায় ২৬টি জেলার ৩০টি উপজেলায় ০৬টি ট্রেডে (বিজনেজ ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টারিয়র ডিজাইন এন্ড ইভেন ম্যানেজমেন্ট এবং বি এন্ড মাশরুম) বিষয়ে ৮২,৫০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ৩১শে অক্টোবর ২০১৯  সাল পযর্ন্ত  মোট ৭৭,৯৫০ জন সুবিধাবঞ্চিত বেকার নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে সারা দেশে প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন ৩০টি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

প্রশিক্ষিত বেকার ও উদ্যোগী নারীদের জীবন জীবিকার অবস্থা পরিবর্তনের জন্য হাতে কলমে শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মর্কমসংস্থানের জন্য সারাদেশে ১০টি বিউটিপার্লার  স্থাপন করা হয়েছে।

 

প্রশিক্ষনার্থী ভর্তির আবেদন ফরমে এবং প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রের তালিকাঃ  ক্লিক করুন

 

 

98a1d17bb713d4d0aa57b1c125f438e4.pdf