Wellcome to National Portal
জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২২

গার্মেন্টস ও কারখানার নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার (২০টি সেন্টার) কর্মসূচি:

 

গার্মেন্টস ও কারখানার নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার (২০টি সেন্টার) কর্মসূচি:

 

          জুলাই ২০২১ থেকে জুন ২০২২ মেয়াদে বাস্তবায়িত উক্ত কর্মসূচির আওতায় প্রতি মাসে প্রতিটি সেন্টারে ৩০ জন করে ২০টি সেন্টারে ৬০০ জন শিশুকে স্বাস্থ্য সেবা প্রদান, অক্ষরজ্ঞান দান, অভ্যন্তরীণ খেলাধুলা ও অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম গ্রহণসহ দিবাকালীন সেবা প্রদান করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নের ফলে গার্মেন্টস ও কারখানায় কর্মরত মহিলা শ্রমিকরা দুশ্চিন্তা ও অসুবিধামূক্তভাবে তাদের ৪ মাস থেকে ৬ বছরের সন্তানদের নিরাপদ পরিবেশে, বিনামূল্যে সুষম ও পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে সকাল ৮.০০ থেকে রাত ৬.০০ পর্যন্ত নিরাপদ পরিবেশে সযত্নে দেখা শোনার সুযোগ পাচ্ছে।  এছাড়া শিশুদের মাঝে স্বদেশ প্রেম, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক শিক্ষা দানের মাধ্যমে বিদ্যালয়মূখী করণ করা হয়।

 

শিশু ভর্তির আবেদন ফরম।

 

ডে-কেয়ার সেন্টারসমূহের ঠিকানাঃ

 

2022-09-14-07-52-25df4a156815f8c4dd81aaa742a2501f.pdf 2022-09-14-07-52-25df4a156815f8c4dd81aaa742a2501f.pdf

Share with :

Facebook Facebook