ক্রঃ নং |
পদের নাম |
কার্যাবলী
|
|
১. |
চেয়ারম্যন (অবৈতনিক) |
ক) জাতীয় মহিলা সংস্থা প্রনীত আইন ১৯৯১ সনের ৯ নং আইনে উলেখিত কার্যবলী সুষ্ঠভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। |
|
২. |
নির্বাহী পরিচালক |
ক) জাতীয় মহিলা সংস্থার সার্বক্ষণিক মূখ্য কর্মকর্তা হিসাবে সকল কর্মকর্তা / কর্মচারীদের কাজের তত্বাবধান ও কার্যক্রম বাস্তবায়ন;
খ) সংস্থার রাজস্ব ও উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা প্রনয়ন, নীতি নির্ধারন এবং বাস্তবায়নে সঠিক দিক নির্দেশনা প্রদান ;
গ) পরিষদ ও নির্বাহী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তবলী প্রণয়ন, বাস্তবায়ন ;
ঘ) পরিষদ ও নির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক সংস্থার অন্যান্য কার্য সম্পাদন করিবেন ;
ঙ) বিভিন্ন মন্ত্রণালয়, দেশী / বিদেশী সংস্থা মিশন / উন্নয়ন সহযোগী সংস্থার সাথে যোগাযোগ স্থাপন ;
চ) নির্বাহী প্রধান হিসাবে সংস্থার রাজস্ব ও উন্নয়ন কার্যক্রমের বাজেট হিসাব ও অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনা ও সমন্বয় সাধন ;
ছ) সভা, সেমিনার, ওয়ার্কসপ, সম্মেলন ইত্যাদির আয়োজন;
জ) সংস্থার আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে অফিস সমুহের কার্যক্রম পরিদর্শন / মনিটরিং ও সমন্বয় সাধন ; |
|
৩. |
পরিচালক |
ক) জাতীয় মহিলা সংস্থার কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ ও সমন্বয় সাধন;
L) সংস্থার হিসাব ও অর্থ সংক্রান্ত কাজের তদারকী ও সমন্বয় সাধন ;
M) সভা, সেমিনার, ওয়ার্কসপ, সম্মেলন ইত্যাদির আয়োজনের ব্যবস্থা করা;
N) সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ও নির্ধারিত দায়িত্ব পালন ; |
|
৪. |
উপ পরিচালক
(প্রশাসন ও প্রকাশনা) |
ক) সংস্থার সকল প্রশাসন, সংস্থাপন (নিয়োগ সংক্রান্ত) হিসাব ও অর্থ শৃংখলা ও নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণ ও বাস্তবায়নে উর্দ্ধতন কর্তৃপক্ষকে সহায়তা প্রদান
খ) কর্মকর্তা/ কর্মচারী কল্যাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন ;
M) সেমিনার, ওয়ার্কসপ, সম্মেলন ইত্যাদির অনুষ্ঠানের আয়োজন ;
N) সংস্থার বাজেট ও বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ;
O) সংস্থার কেন্দ্রীয় কার্যালয় , জেলা ও উপজেলা শাখার জন্য আর্থিক পরিকল্পনা গ্রহণ ;
P) সরকারী অডিট পরিচালনার সার্বিক তত্বাবধান ও আপত্তি নিস্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
Q) সংস্থার ৯ নং আইন এর ১৭,১৮ ও ১৯ ধারায় গঠিত তহবিল ও রাজস্ব তহবিলের আর্থিক হিসাব তদারকী তত্ব্যাবধান ও কার্যক্রম গ্রহণ ;
R) সংস্থার যাবতীয় মালামাল ক্রয় ও বিক্রয়/টেন্ডারের ব্যবস্থা গ্রহন ;
S) সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ও নির্ধারিত দায়িত্ব পালন ;
ঞ) এছাড়াও প্রশাসন ও প্রকাশনা শাখার যাবতীয় কার্যাবলী তদারকি করা ; |
|
৫. |
উপ পরিচালক
(পরিকল্পনা ও উন্নয়ন , হিসাব ও অর্থ) |
ক) জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন প্রকল্প সহ নিয়মিত কার্যক্রমের (প্রশিক্ষন, প্রকাশনা
ইত্যাদি) পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ;
খ) মহিলা উন্নয়ন কার্যক্রম/ প্রকল্প প্রনয়ন এবং এ সম্পর্কিত প্রতিবেদন প্রণয়ন ;
গ) সংস্থার উন্নয়ন প্রকল্প/কার্যক্রম সমুহ বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা প্রদান ও
সমন্বয় সাধন ;
ঘ) প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক মন্ত্রনালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়,
পরিকল্পনা কমিশন, আই এম ই ডি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ
স্থাপন;
ঙ) সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ও নির্ধারিত দায়িত্ব পালন :
এছাড়াও পরিকল্পনা ও উন্নয়ন , হিসাব ও অর্থ শাখার যাবতীয় কার্যাবলী তদারকি করা ; |
|
৬. |
সহকারী পরিচালক
(প্রশাসন শাখা) |
ক) সংস্থার প্রশাসন, সংস্থাপন (নিয়োগ, বদলী ,পদোন্নতি, পেনশন ও শৃংখলা/ মামলা সংক্রান্ত) কার্যাবলী ;
খ) জেলা ও উপজেলা শাখার প্রশাসনিক কার্যক্রম ;
গ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর,স্থায়ী কমিটির কার্যক্রম;
ঘ) মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন প্রতিবেদন প্রেরণ ;
ঙ) সংস্থার সেমিনার, ওয়ার্কসপ, সম্মেলন ইত্যাদি অনুষ্ঠান সমুহের দায়িত্ব পালন ;
চ) সংস্থার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম ;
ছ) সংস্থার মালামাল ক্রয় ও বিক্রয় সংক্রান্ত ;
জ) সংস্থার সমন্বয় সভা ,নির্বাহী ও পরিচালনা পরিষদের সভা আয়োজন ;
ঝ) সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ও নির্ধারিত দায়িত্ব পালন : |
৭. |
সহকারী পরিচালক
(হিসাব ও অর্থ শাখা ) |
ক) সংস্থার বাজেট সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন।
খ) সংস্থার কেন্দ্রীয় কার্যালয়, জেলা/উপজেলা শাখার বাজেট প্রণয়ন ও প্রেরন সংক্রান্ত কার্যাবলী ;
M) সংস্থার প্রধান কার্যালয়, জেলা/উপজেলার অডিট/অডিট আপত্তি নিস্পত্তি সংক্রান্ত কার্যাবলী ;
N) সংস্থার আর্থিক হিসাব সংক্রান্ত তত্ত্বাবধান ও সমন্বয় সাধান, বার্ষিক আয়/ব্যয়ের হিসাব বিবরণী প্রস্ত্তত/দাখিল ;
O) সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ও নির্ধারিত দায়িত্ব পালন : |
৮. |
সহকারী পরিচালক
(প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন শাখা) |
ক) জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও তত্ববধান ;
খ) সংস্থার উন্নয়ন কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন ;
গ) সংস্থার ও উন্নয়ন প্রকল্প সমূহের মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক প্রতিবেদন প্রস্ত্তত ও দাখিল ;
ঘ) স্ব-কর্ম সহায়ক ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও তত্বাবধান ও ঋণ কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রন্তুত ও দাখিল ;
ঙ) জেলা কমপ্লেক্স ভবন ও সংস্থা ভবন সংক্রান্ত কার্যাবলী ( শহীদ আইভি রহমান কর্মজীবী মহিলা হোস্টেল, শিশু দিবাুযত্ন কেন্দ্র, অডিটোরিয়াম, কনফারেন্স কক্ষ ) ;
চ) সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ও নির্ধারিত দায়িত্ব পালন : |
৯. |
সহকারী পরিচালক
(প্রশিক্ষন, প্রকাশনা ও উন্নয়ন কার্যক্রম শাখা) |
ক) জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ ও সভা সেমিনার আয়োজন সংক্রান্ত কার্যবলী ;
খ) বিভিন্ন দিবস উদ্যাপন সংক্রান্ত ( ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ৮মার্চ আন্তজার্তিক নারী দিবসও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদ্যাপন) ;
M) নারী নির্যাতন প্রতিরোধ সেলের সার্বিক তত্বাবধান ;
N) সংস্থার প্রকাশনা ডিজাইন এবং অনুরূপ কাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ;
O) জন সংযোগ স্থাপন ও গণ মাধ্যমের সাথে যোগাযোগ রক্ষা ;
P) সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ও নির্ধারিত দায়িত্ব পালন : |
১০. |
প্রোগ্রাম অফিসার |
ক) সংস্থার কর্মসূচী খসড়া প্রণয়ন,সমাপ্ত উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প, নগর ভিত্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের ঋণ কর্মসূচী এবং সংস্থার মামলা সংক্রান্ত যাবতীয় কাজ ;
খ) সংস্থার জেলা পর্যায়ে বাস্তবায়িতব্য কর্মসূচীসমূহ তত্বাবধান ও মনিটরিং করা ;
গ) মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠান বরাবর যাবতীয় প্রতিবেদন প্রেরণ ;
ঘ) সংস্থা কর্তৃপক্ষের নির্দেশে যে কোন দায়িত্ব পালন ; |
১১. |
সহকারী পরিচালক (অর্থ) |
ক) জাতীয় মহিলা সংস্থা কর্তৃক সমাপ্ত গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্প ,নগর ভিত্তিক মহিলা উন্নয়ন প্রকল্প ও মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের এ পর্যন্ত আদায়কৃর্ত ঋণের হিসাব সংরক্ষণ ও অনাদায়ী ঋণ আদায়ের ব্যবস্থা গ্রহন ;
খ) বাস্তবায়নাধীন নগর ভিত্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের ডিপিপি এবং সংস্থান অনুযায়ী সংস্থা কর্তৃক ’ নগর ভিত্তিক মহিলা উন্নয়ন (৩য় পর্যায়) প্রকল্পের ঘূর্ণায়মান ঋণ তহবিল পরিচালনায় নীতিমালা প্রণয়ন , অনুমোদন এবং উক্ত তহবিল হতে সংস্থা ও নগর ভিত্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের ঋণ বিতরণের ব্যবস্থা ;
গ) গ্রামীণ মহিলা উন্নয়ন ও মহিলা উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের বিদ্যমান ঋণ তহবিল দ্বারা সংস্থার জেলা/উপজেলা পর্যায়ে নতুন ভাবে ঋণ বিতরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ;
ঘ) মস্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠান বরাবর ঋণ সংক্রান্ত যাবতীয় প্রতিবেদন প্রেরণ;
চ) সংস্থা কর্তৃপক্ষের নির্দেশে যে কোন দায়িত্ব পালন; |
১২. |
পরিদর্শন কর্মকর্তা |
ক) জাতীয় মহিলা সংস্থার রাজস্ব কর্মসূচীর আওতায় মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অর্থে পরিচালিত স্বকর্ম ঋণ কার্যক্রম বাস্তবায়ন ;
খ) বাস্তবায়নাধীন স্বকর্ম সহায়ক ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ের অনাদায়ী ঋণ আদায়ের ব্যবস্থা গ্রহন ও এ পর্যন্ত বিতরণ ও আদায়কৃর্ত ঋণের যাবতীয় হিসাব সংরক্ষণ ;
গ) সংস্থার জেলা/উপজেলা পর্যায়ে নতুনভাবে ঋণ বিতরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ;
ঘ) সংস্থা কর্তৃপক্ষের নির্দেশে যে কোন দায়িত্ব পালন; |